Top Online Earning Platform in 2024 (in Bengali)

আমি সোশ্যাল মিডিয়ায় এই কথা বহুবার শুনেছি “All simple things are not easy” সত্যি আমি এটা খুব মানি সব সরল জিনিস সহজ নয়। এটা আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য আর ইন্টারনেটের দুনিয়ায় তো অবশ্যই। কারন এখানে জিনিস যতটা সরল বলে মনে হয় ততটা সহজ কিন্তু নয়।তাই এই প্রচ্ছদ top online Earning platform in 2024 in Bengali আপনি আমার প্রচ্ছদের শিরোনাম দেখে, পড়ছেন মানে আপনি ইন্টারনেট এর মাধ্যমে উপার্জন করতে আগ্রহী। এখানে আমরা কয়েকটি প্লাটফর্ম নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি উপার্জন করতে পারবেন। কিন্তু আপনাকে বাছতে হবে কোনটা আপনার জন্য দরকারি বা উপযোগী।

১.সোশ্যাল মিডিয়া।

Top online Earning Platform নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথম বেছেছি সোশ্যাল মিডিয়াকে। আজকের দিনে আমরা যতক্ষণ ইন্টারনেটে কাটাই তার বেশির ভাগ সময় টাই কাটে সোশ্যাল মিডিয়ায় এবং হতে পারে আপনিও তাদের মধ্যে একজন। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর পরিবর্তে সময় বিনিয়োগ করেন তার থেকে আপনার উপার্জন আসতে পারে।

এবার আপনার মনে হতে পারে আপনি সময় বিনিয়োগ কি ভাবে করবেন?

দেখুন, সোশ্যাল মিডিয়ায় সময় বিনিয়োগের অর্থ আমরা বলতে চাইছি আপনার অভিজ্ঞতা শেয়ার করা। আপনার যত বছর বয়স প্রত্যেকটা সময় কিন্তু আপনি কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা আপনার কাজের মাধ্যমে হোক বা আপনার জীবন কাটানোর অভিজ্ঞতাই হোক। যাইহোক এগুলো নিয়ে আমরা পরে পরে আলচনা করব আপনি আপনার অভিজ্ঞতা কি ভাবে শেয়ার করবেন। এখন আলচনা করা যাক কথায় শেয়ার করবেন যেখান থেকে আপনার একটা ভালো উপার্জনের সম্ভবনা তৈরী হতে পারে। এক্ষত্রে প্রথমেই নাম আসে

১.১ইউটিউব

ইউটিউব খুবি জনপ্রিয় প্লাটফর্ম। বিভিন্ন জার্নাল ওয়েবসাইট থেকে জানাযায় মান্থলি ২৪৯ কোটি মানুষ সক্রিয় ভাবে এই প্লাটফর্ম ব্যাবহার করেন। যা আপনার জন্য এবং যারা ইউটিউব কে কেন্দ্র করে আলাদা একটা উপার্জনের জায়গা তৈরী করতে চায় তাদের জন্য খুবি গুরুত্বপূর্ণ। কারন আমরা সেই জায়গায় আমদের জিনিস পৌঁছে বেশি লাভবান হতে পারি যেখানে বেশি মানু্য আছে বা আসে। আপনি আপনার অভিজ্ঞতা বা আপনার জানা বা ভালো লাগার বিষয় আপনি ভিডিও আকারে ইউটিউবে পোস্ট করতে পারেন। যেটা আপনাকে পরবর্তী কালে উপার্জন এনে দেবে।

ফেসবুকঃ

ইউটিউবের পাশাপাশি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টাকা উপার্জনের সরাসরি মাধ্যম হয়ে উঠেছে তার মধ্যে ফেসবুক অন্যতম। একদম ঠিক পড়েছেন ফেসবুক এখন সরাসরি উপার্জনের সুযোগ করে দিয়েছে তার ব্যাবহার কারিদের জন্য। এছাড়া ফেসবুকে আপনি বিভিন্ন জিনিস প্রমোসানের মাধ্যমে, বিজ্ঞাপন চালিয়েও আপনি ফেসবুক থেকে উপার্জন করতে পারেন।

ইন্সটাগ্রাম

যেখানে ইউটিউব এবং ফেসবুকের নাম চলে এসেছে সেখানে ইন্সটাগ্রামের নাম আসবেনা এটা হতে পারেনা। আপনি ইন্সটাগ্রামে প্রফেসানাল অ্যকাউন্ট তৈরী করে সেখান থেকে উপার্জন করতে পারেন।

. ব্লগ

অনলাইন বা ইন্টারনেটে উপার্জনের আরও একটি জনপ্রিয় মাধ্যম হল ব্লগ। ব্লগ কি, যদি আপনি এখনো না বুঝে থাকেন তাহলে সব থেকে ভালো বোঝান বোঝানোর মতো একটাই কথা বলা যায় যে আপনি এখন যেটা পড়ছেন সেটাই হচ্ছে ব্লগ। ইউটিউব যেমন কোন কিছুকে আপনার সামনে ভিডিও আকারে উপস্থাপন করে, ঠিক তেমনি ব্লগ আপনা কে লেখা আকারে আপনার বিষয় কে ইন্টারনেটের সহায়তায় আপনার সামনে তুলে ধরে। এক্ষেত্রে আপনি আপনি যদি লিখতে ভালো বাসেন তাহলে ব্লগ হতে পারে আপনার জন্য একদম উপযুক্ত একটি যায়গা। যেখান থেকে আপনি উপার্জন করতে পারেন।

৩.স্টক ফটোগ্রাফি

হবি বা শখ -এর নিরিখে যে সকল হবি সর্বোচ্চ স্থান অধিকার করে তার মধ্যে, ফটোগ্রাফির স্থান অন্যতম। আপনার মধ্যে যদি সেই ফটোগ্রাফির পোকা থাকে তাহলে স্টক ফটোগ্রাফি ফিল্ড আপনার জন্য বরদান। এর জন্য আপনাকে অতিরিক্ত কোনো খরচ করতে হবেনা, আপনি যে মোবাইল দিয়ে এই লেখা পড়ছেন সেটা দিয়েই হতে পারে এটা। এবং এখান থেকে আপনি উপার্জন করতে পারেন।

৪. ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং এখনকার সময় বহুল প্রচলিত পদ্ধতি। যেখানে আপনি আপনার কাজ গুলোকে অনলাইনে সরাসরি সেল করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন upwork, Fiverr, Udemy যেখানে আপনি বিনামূল্যে রেজিস্ট্রেশান করতে পারবেন এবং আপনি যে কাজে অভিজ্ঞ সেই কাজ অন্যের প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে উপার্জন করতে পারেন।

৫. ড্রপশিপিং

ড্রপশিপিং শিপিং নিয়ে এখন অনলাইনে প্রচুর বিজ্ঞাপন দেখতে পাবেন। কিন্তু আমরা ড্রপশিপিং কথাটা প্রচুর শুনলেও এখনও আমাদের বুঝতে হয়তো একটু সমস্যা হয়। ড্রপশিপিং ব্যাপারটা আসলেই আপনাকে প্রডাক্টের হদিস রাখতে হয় বা আপনার নিজস্ব প্রডাক্ট থাকলেও সেটাকে কাস্টোমারের কাছে পৌঁছাতে হয়।

৬. বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট।

বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট তো আমাদের জীবনের একটি অংশ। কিন্তু এখানে না জেনে বুঝে টাকা উপার্জন করতে যাওয়া মানেই ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি আপনি বুঝে এবং শিখে বিনিয়োগ করেন তা হলে তা আপনার ক্ষেত্রে একটি সঠিক উপার্জনের জায়গা হয়ে উঠতে পারে।

৭. অনলাইন কোচ।

আপনি যদি কোন ব্যাপারে বিশেষ দক্ষ হয়ে থাকেন এবং সেটাকে নিয়ে অন্য কে শেখাতে চান তাহলে এটা আপনার জন্য। অনলাইন কোচ আপনি আপনার বিশেষ দক্ষতাকে অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে যেমন গুগুল মিট, যুম মিটিং এর মাধ্যমে শিখিয়ে উপার্জন করতে পারেন।

৮. অনলাইন সেলিং

যদি আপনার কাছে কোন প্রডাক্ট থাকে বা কোথাও থেকে প্রডাক্ট আপনি আনাতে পারেন তা হলে তা আপনি অনলাইনে বিক্রি করে উপার্জন করতে পারেন সেটা সোশ্যাল মিডিয়া মারফত হতেপারে, নিজে অনলাইন স্টোর বানাতে পারেন, বা Amazone, Flipkart এর মতো অনলাইন সেলিং প্লাটফর্মের সাহায্য নিতে পারেন।

ওই যে কথাটা বলেছেন মহান বিনিয়োগ কারি” আপনি যদি ঘুমের মধ্যে উপার্জন না করতে পারেন, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে কাজ করে যেতে হবে।” “If you do not find a way to make money while you sleep, you will work until you die.” –Warren Buffet. তখন কথাটা অতটা পাত্তা না দিলেও এখন কিন্তু আমরা বেশ টের পাচ্ছি কথাটার মাহাত্ম্য। এখন আমাদের চাহিদা বদলাচ্ছে সাথে পরিবেশ পরিস্থিতিও। আপনিও নিশ্চয়ই আমার সাথে একমত তাই আপনি শিরোনাম দেখার পরে ও এখনো আমার লেখা পড়তে সমান উৎসাহি। যাইহোক আমরা এখানে শ্রেষ্ঠ প্লাটফর্ম গুলো নিয়ে আলোচনা করলাম “Top Online Earning Platform in 2024” যেখান থেকে আপনি আপনার নিজের জন্য একটাকে বেছে নিতে পারবেন।

Leave a Comment